The British time
During British rule, girls and women would not go out frequently. Men of this house would come to jeweller to tell to make jewellery. At that time, business owners used to draw jewellery design and went to customer's house. Women of this house would order the jewellery by watching the drawing; jewellery would make by respecting the drawing.On the occasion of wedding, relatives have been called the jewelers to come and once settling the arrangement, they ordered gold jewellery on that spot. In this way the business of the British rule were.
বৃটিশ শাষন আমলে বৃহত্তর এই আঞ্চলের মেয়ে এবং মহিলারা বাড়ী থেকে খুব কম বের হতেন, বাড়ীর পুরুষ লোকেরা গহনা বানানোর কথা এসে জানিয়ে যেতেন এর পর ততকালীন সময়ে এই প্রতিষ্ঠান এর ¯^তাধিকারীরা গহনার নকশা চিত্রাংকন করতেন এবং সেই গুলো নিয়ে গ্রাহকের বাড়ীতে যেতেন, বাড়ীর মহিলারা চিত্রাংকন দেখে গহনার অর্ডার দিতেন তারপর সেই অনুসারে গহনা তৈরী করে আবার সেই গ্রাহকের বাড়ীতে গিয়ে দিয়ে আসতেন। বিয়ের আলোচনার সময় পঞ্চায়েত খবর পাঠিয়ে নিয়ে যেতেন এবং বিয়ের আলোচনা সবকিছু ঠিক-ঠাক হওয়ার পর সেই স্থানেই অর্ডার করতেন কি কি গহনা এবং কতটুকু ওজন এর হবে, অর্ডার মতাবেক তৈরী করে দিতেন। এই ভাবে চলতো বৃটিশ আমলের ব্যবসা।