This business is from our ancestors. It has built by the diligence, merit and sacrifice from few generations. We have been assuming that it has been launched on 1885 however its activities have started before. We do not have enough history before 1885.This business has run by another three generation before then.
এই ব্যবসাটি আমাদের পরম্পরাগত ভাবে প্রাপ্ত। বিগত কয়েক প্রজন্মের শ্রম মেধা আর ত্যাগ এর বুনিয়াদ এর রচনা করছি । ১৮৮৫ সাল এই প্রতিষ্ঠান এর জন্ম সাল ধরা হলেও এই প্রতিষ্ঠান এর ব্যবসায়িক কর্যক্রম শুরু হয়েছে আরো অনেক আগে। ১৮৮৫ পূর্ব খুব বেশী ইতিহাস আমাদের জানা নেই, এর আগেও আরো ৩ পুরুষ ধরে এই ব্যবসা করে আসছিলেন।

British Period

The British time

During British rule, girls and women would not go out frequently. Men of this house would come to jeweller to tell to make jewellery. At that time, business owners used to draw jewellery design and went to customer's house. Women of this house would order the jewellery by watching the drawing; jewellery would make by respecting the drawing.On the occasion of wedding, relatives have been called the jewelers to come and once settling the arrangement, they ordered gold jewellery on that spot. In this way the business of the British rule were.


বৃটিশ শাষন আমলে বৃহত্তর এই আঞ্চলের মেয়ে এবং মহিলারা বাড়ী থেকে খুব কম বের হতেন, বাড়ীর পুরুষ লোকেরা গহনা বানানোর কথা এসে জানিয়ে যেতেন এর পর ততকালীন সময়ে এই প্রতিষ্ঠান এর ¯^তাধিকারীরা গহনার নকশা চিত্রাংকন করতেন এবং সেই গুলো নিয়ে গ্রাহকের বাড়ীতে যেতেন, বাড়ীর মহিলারা চিত্রাংকন দেখে গহনার অর্ডার দিতেন তারপর সেই অনুসারে গহনা তৈরী করে আবার সেই গ্রাহকের বাড়ীতে গিয়ে দিয়ে আসতেন। বিয়ের আলোচনার সময় পঞ্চায়েত খবর পাঠিয়ে নিয়ে যেতেন এবং বিয়ের আলোচনা সবকিছু ঠিক-ঠাক হওয়ার পর সেই স্থানেই অর্ডার করতেন কি কি গহনা এবং কতটুকু ওজন এর হবে, অর্ডার মতাবেক তৈরী করে দিতেন। এই ভাবে চলতো বৃটিশ আমলের ব্যবসা।

Laldighirpar or Mohajonpotti, Sylhet (1978)

Main business areas

From the British period, the main business areas are Bandar bazar, Lal Dighir par, Kali ghat, Mohajon potti. These areas were made in Sylhet's center of life. Everything needed in everyday life could be found in these areas, that's why our organization was also developed in Laldhigir par area. The house behind and the factory in the front, the goldsmith used to work and the proprietors supervised in the front.


বৃটিশ আমলে থেকেই সিলেট শহরের প্রান কেন্দ্র ছিলো বন্দর বাজার, লালদিঘীর পাড়, কালীঘাট, মহাজনপট্টি, এই এলাকা গুলো ছিল মেইন বিজনেস পয়েন্ট, দৈনন্দিন জীবনের যা কিছুই চাহিদা থাক না কেন সব-কিছুই পাওয়া যেত এই এলাকাতে সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠান ও গড়ে উঠেছিল লালদিঘীর পাড় এলাকায়। পিছনে বাড়ী আর সামন দিকে কারখানা, ¯^র্ণশিল্প বা কারিগর কাজ করতে আর প্রতিষ্ঠান এর মালিকেরা সামনে বসে তদারকি করতেন।

1882/83

Introducing Chuni Vander

In the time 1882-83, British government ruled that every business has to be a name and it has to be licensed. In 1885, owner of that time Mr Babu Rupchand named the business as Chuni Vander with his son’s name.


১৮৮২-৮৩ দিকে বৃটিশ সরকার প্রতিষ্ঠান এর নাম করন এবং প্রতিষ্ঠান এর নামে লাইসেন্স করতে বললেন, ১৮৮৫ সালে তত কালিন সময়ে বাবু রুপচাঁদ তার পুত্রের নাম দিয়ে প্রতিষ্টান এর নাম দিলেন চূনী-ভান্ডার

Hand over to Chuni Laal

On directing this business, his next generation son, Mr Chuni Laal takes over the business responsibility.


বাবু রুপচাঁদ এর ব্যবসা পরিচালনা করা অবস্থায় পরবর্তী পজন্ম বাবু চূনী লাল এই প্রতিষ্ঠান এর হাল ধরেন।

1900

Hand over to Reboti lal

From 1900, customer has started coming at Lal Dighir par shop to ordering as well as women customers. In the period of directing the organization, Mr Chuni Lal takes over to his next generation Mr Reboti lal to operate the business. Rebati Lal Roy managed very well.


১৯০০ সাল থেকে অনেক গ্রাহকরা আমাদের লালদিঘীর পাড় এর প্রতিষ্ঠান এসে গহনা অর্ডার দেওয়া শুরু করলেন, মহিলারা ও আসতে শুরু করলেন, বাবু চুনীলাল এই ব্যবসা পরিচালনা করা অবস্থায় তার পরবর্তী পজন্ম তার পুত্র বাবু রেবতী লাল এই প্রতিষ্ঠান এর হাল ধরেন, রেবতী লাল রায় খুব সুন্দর ভাবে পরিচালনা করে আসছিলেন

1950

Introducing Kamala Vander

In 1950, there was a need for another organization. In 1954, Babu Rabati Lal started the new theme "Kamala Bhandar".


১৯৫০ দিকে পরিবার এর মধ্যে প্রয়োজন দেখা দেয় আরেকটি প্রতিষ্ঠান করার সেই তাগিদে বাবু রেবতী লাল ১৯৫৪ সালে শুরু করেন নতুন প্রতিষ্ঠান কমলা ভান্ডার।

Operation of Kamala Vander

From 1960 onwards, Babu Raboti Lal’s two sons Ranga Lal Roy and Nilkantha Ray stood beside him. From 1954 to 1988, this business was managed from Lal Dighir Par.


১৯৬০ সাল থেকেই বাবু রেবতী লাল এর পাশ্বে এসে দাড়ায় তার দুই পুত্র রঙ্গলাল রায় ও নীলকন্ঠ রায় ১৯৫৪ সাল থেকে ১৯৮৮ সাল প্রর্যন্ত আমাদের লালদিঘীর পাড়ই পরিচালিত হতো এই ব্যবসা।

Introducing Nehar Market branch

With changing times and changes in the taste of the people, started showroom-based business, decorating products made up of decorations. For that reason, in 1989, Kamala vander started first showroom in Nehar market of East Zindabazar of Sylhet.


কালের পরিবর্তন এর সাথে মানুষের রুচির পরিবর্তন হতে লাগলো, শুরু হলো সাজ-সজ্জা করে তৈরী পন্য সাজিয়ে শোরুম করে ব্যবসার তারই আলোকে ১৯৮৯ সালে সিলেট এর পূর্ব জিন্দাবাজারের নেহার মার্কেটে প্রথম এই প্রতিষ্ঠান এর শোরুম করে ব্যবসা শুরু করা হলো।

Current generation

In 1994, Nirmal Kumar Roy and Neehar Kumar Roy, sons of Nilkantha roy, the next generation took charge managing of this business.


১৯৯৪ সালে নীল কন্ঠরায় এর দুই পুত্র নির্মল কুমার রায় ও নীহার কুমার রায় নীল কন্ঠরায় এর পরবর্তী প্রজন্ম হিসাবে দায়িত্ব নেন এই প্রতিষ্ঠান পরিচালনার

Introducing Plaza branch

At that time, there were new markets are started and customers started to feel comfortable shopping in new markets. In continuation of this, the second showroom started on the 2nd floor of "Sylhet Plaza" market situated in the middle of Zindabazar in Sylhet city in 1998.


নতুন মার্কেট হওয়া শুরু হলো সিলেট শহরে এবং গ্রাহকরা নতুন নতুন মার্কেট এ শপিং করতে পছন্দ বোধ করতে শুরু করলো, এর ধার-বাহিকতায় ১৯৯৬ সালে ২য় শোরুম করার চিন্তা শুরু করলো এবং ১৯৯৮ সালে সিলেট শহরের জিন্দাবাজর মধ্যে এলাকায় আবস্থিত সিলেট প্লাজা মার্কেটের ৩য় তলায় ২য় শোরুম এর যাত্রা শুরু করলো।

Introducing Al-Hamrah branch

In 2000, company started thinking to introduce 3rd show room and in 2002, kamala Vander started their 3rd showroom at 3rd floor of Al-Hamra Shopping City.


২০০০ সালে কোম্পানী চিন্তা করলো তার ৩য় শোরুম এর এবং ২০০২ সালে আল-হমরা শপিং সিটির ৪র্থ তলায় পদযাত্রা শুরু করলো।

Formed limited company

In 2004, with all branches, a limited company has formed which called Kamala Vander Jewellers (Pvt.) limited.


২০০৩ সালে সবগুলো প্রতিষ্ঠান কে এক করে লিমিটেড কোম্পানীতে রুপান্তরিত করা এবং ২০০৪ সালে লিমিটেড কোম্পানীতে রুপান্তিত করা হয়। কমলা ভান্ডার রুপান্তিত হয়ে গেলো কমলা ভান্ডার জুয়েলার্স (প্রা:) লিমিটেড।

Introducing international Standard

The standard of making gold is called Shanatan in Bangladesh. This organization has started thinking to make international standard gold jewellery in 2005 and in 2007; they started successfully making karat based jewellery with international standard instead of Shanatan to all of their branches. From then, customers are getting international standard jewellery.


বাংলাদেশে যে পদ্ধতিতে গহনা তৈরী করা হতো তাকে বলা হয় সনাতন পদ্ধতি, ২০০৫ সাল এই প্রতিষ্ঠান আন্তরজার্তিক মানের গহনা তৈরী করার কথা চিন্তা করতে শুরু করলো এবং ২০০৬ সালেই পরিক্ষা মূলক ভাবে শুরু হলো আন্তরজার্তিক মানের গহনা তৈরীর, পুরোপুরি ভাবে সফল হওয়া গেলো তার পর থেকেই সকল শোরুমে সনাতন পদ্ধতি পরিবর্তন করে কেরেট গোল্ড গহনা তৈরী করা এবং বিক্রয় করা শুরু হয় এখন থেকে গাহকরা পেতে শুরু করলেন আন্তরজার্তিক মানের গহনা।



Kamala Vander Mega Bazar started

Sometimes it feels to have new business along with the core one. In 2007, Kamala Vander Mega Bazar started its journey at Azgar squir at Baruthkhana point with women’s & kids wear.


কখনো কখনো অনেকেই সাধ এবং শখ হয় তার বুনিয়াদি ব্যবসার সাথে অন্য নতুন কোন ব্যবসা যোগ করা ২০০৭ সালে বারুতখানা পয়েন্টে আজগর স্কোয়ার মার্কেটে লেডিস এবং বাচ্চাদের যাবতীয় পোষাক নিয়ে যাত্রা শুরু করলো কমলা ভান্ডার মেগা বাজার লিমিটেড এর লাইফ ষ্টাইল পন্যের বিপুল সমাহার নিয়ে করা হয়েছে এই প্রতিষ্ঠান।

Gold testing lab setup

Company has started thinking on 2008 to show the standard in front of customers. Which is, to know whether the product is correct standard or not in the lab test result. First time at Sylhet, Kamala Vander has setup Gold testing lab in 2008 and lab test certificate has provided with the selling product from then. More than 100 countries of the world using this Gold testing lab technology, Kamala Vander is is also using this to make international standard jewelry. This company’s product can exchange or sell anywhere in the world, so the demand also high.


২০০৮ সালে কোম্পানী পরিকল্পনা করা শুরু করলো গহনার মান গ্রাহদের কাছে সামনা সামনি উপস্থাপন করা, অর্থত্য ল্যাবের বসে হবে, তার গহনাটি সঠিক মানের কিনা জানার ব্যবস্থা করা ? এই জন্য কোম্পানী টেষ্টিং ল্যাবের স্থাপন করার চিন্তা শুরু করলো এবং ২০০৮ সালে সিলেটে সর্বপ্রথম গোল্ড টেষ্টিং ল্যাব স্থাপন করা হলো। ২০০৮ সাল থেকে প্রতিটি গহনার সাথে তার মানের ল্যাব টেস্টিং সারটিফিকেট দেওয়া হচ্ছে। বিশ্বেও ১০০টির বেশী দেশে ব্যবহিত আমেরিকান প্রযুক্তিতে তৈরী গোল্ড টেষ্টিং ল্যাবের সাহায্যে কমলা ভান্ডার জুয়েলার্স তৈরী করছি আন্তরজার্তিক মানের গহনা আমাদের গহনা বিশ্বের যেকোন দেশে পরিবর্তন এবং বিক্রয় করা সম্ভব তাই আমরা বলি আমাদের গহনা বিশ্ব-মানের তাই এর কদর বিশ্ব জুড়ে।

Kamala Vander Megabazar moved

Kamala Vander Megabazar has moved to its owned place Thikana tower of Nayasharak in 2010 from old address.


২০০৯ সাল থেকে কমলা ভান্ডার মেগা বাজার এর শোরুমটি স্থানান্তর করে সিলেটের নয়াসড়ক এলাকায় করার কথা পরিকল্পনা করা শুরু করে কোম্পানী তারই ধারাবাহিকতায় ২০১০ সালে নয়াসড়ক আবস্থিত ঠিকানা টাওয়ার এর নীচতলা পরিসর ক্রয় করে এবং ২০১১ সাথে নিজে¯^ পরিসরে যাত্রা করে কমলা ভান্ডার মেগা বাজার।